বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পর্তুগালের রাজধানী লিসবনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) লিসবনের একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমল আহমেদ এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে অবদান রেখেছেন, তা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বিএনপি না থাকলে বাংলাদেশ আজ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারত না।’
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিএনপি নেতা জামিল মিয়া।
টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন পর্তুগাল বিএনপির আহ্বায়ক আবু ইউসুফ তালুকদার, সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইট, যুগ্ম আহ্বায়ক শেখ খালেদ আহমেদ মিনহাজ এবং মঞ্জুরুল হোসেন জিন্নাহ। নেতারা বলেন, পর্তুগাল বিএনপিকে আরও সংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অচিরেই যে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে, তাতে পর্তুগালে বসবাসরত যোগ্য ও ত্যাগী নেতাদের অন্তর্ভুক্ত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
সভাপতির বক্তব্যে আজমল আহমেদ বলেন, ‘পর্তুগাল বিএনপি ইউরোপের অন্যতম শক্তিশালী ইউনিট। বর্তমান আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে দল সুসংগঠিতভাবে পরিচালিত হচ্ছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।’
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান (শাহ জামাল), এম কে নাসির, শফিক চৌধুরী, বদরুল আলম, আব্দুল মতিন, তুফায়েল আহমেদ, মইনুদ্দিন মইন, আশরাফ আহমেদ, জাহেদ আহমদ, জুবেল আহমেদ, বেজা বিএনপির সভাপতি মইনুল ইসলাম, বিএনপি নেতা কাজী জুয়েল, শাহান উমর, আলগার্ভ বিএনপি নেতা তাহির হোসেন, আবু সাইদ মাসুদ, ইসহাক আহমেদ, নাসির উদ্দীন এবং সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিম চৌধুরী গিলমান, মোহাম্মদ আমান, যুবদল নেতা মাজেদ আহমেদ সামি, আনোয়ার হোসেন শিহাব, মর্তুজ আলী, কাওসার আলম, জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির আহমেদ ও সদস্য সচিব কাজী মইনুর প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলী আকবর জুয়েল, সুমন আহমেদ, রানা আহমেদ, জিয়াউল হক জিয়া, রুমেল আহমেদ, মারুফ খান, সৈকত রহমান, মো. সুমন, রুবেল আহমেদ, সুমন তালুকদার, রামিম আহমেদ, মাহবুব আহমেদ, শরীফ তালুকদার, ইয়াসিন মুন্সি, রব্বানি মন্ডল, হাসান সাইফুল্লাহ, মাহবুবুর রহমান, দোলন মিয়া, ওহাব মিয়া, সুজন তালুকদারসহ অনেকে।
বিডি প্রতিদিন/জামশেদ