ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার ৩৯তম বার্ষিক সম্মেলনে হোপ ফাউন্ডেশন ফর উইমেন অ্যান্ড চিলড্রেন অব বাংলাদেশকে ফোবানা আউটস্ট্যান্ডিং সার্ভিস অ্যাওয়ার্ড ২০২৪-২০২৫ দেওয়া হয়েছে।
গত ৩০ আগস্ট আটালান্টার গ্যাস সাউথ কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
ফোবানার চেয়ারম্যান মাসুদ রব চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রহমান জহির এই পুরস্কার তুলে দেন। ঝুঁকিপূর্ণ ও অসহায় সম্প্রদায়গুলোকে সহায়তা করার দীর্ঘস্থায়ী প্রতিশ্রুতির স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পায় হোপ ফাউন্ডেশন।
এর প্রতিষ্ঠাতা ডা. ইফতিখার মাহমুদ সংগঠনের পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করেন। ডা. মাহমুদ তার বক্তব্যে ফোবানাকে দীর্ঘ চার দশক ধরে উত্তর আমেরিকায় বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য ধন্যবাদ জানান। তিনি ফাউন্ডেশনকে এই সম্মান দেওয়ার জন্যও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হোপ ফাউন্ডেশন গত ২৬ বছর ধরে হাসপাতাল এবং ক্লিনিকের মাধ্যমে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে, যার মধ্যে শরণার্থীদের জন্য বিশেষায়িত সুবিধাও রয়েছে। ফাউন্ডেশনটি প্রসবজনিত ফিস্টুলা সার্জারির ক্ষেত্রে বাংলাদেশের পথিকৃৎ এবং দেশের প্রথম দিকের মিডওয়াইফারি ইনস্টিটিউটগুলোর মধ্যে একটি প্রতিষ্ঠা করেছে। মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবায় যা গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বিডি প্রতিদিন/কেএ