২৬ মার্চ, ২০১৭ ১৩:৫৭
জাতিসংঘের সামনে মানববন্ধন

২৫শে মার্চকে 'আন্তর্জাতিক গণহত্যা দিবস' ঘোষণার দাবি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে :


২৫শে মার্চকে 'আন্তর্জাতিক গণহত্যা দিবস' ঘোষণার দাবি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের

২৫ মার্চকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’র স্বীকৃতি প্রদানের আহবানে জাতিসংঘ সদর দফতরের সামনে মানববন্ধন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।  

২৫ মার্চ শনিবার দুপুরে জাতিসংঘের সামনে দ্যাগ হ্যামাসজোল্ট পার্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মানববন্ধনে বক্তব্যের সময় সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন, "ইতিহাসে জঘন্যতম বর্বরতার অন্যতম দিন হচ্ছে একাত্তরের ২৫ মার্চ। সেই দিনকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ হিসেবে স্বীকৃতির বিকল্প নেই। এ লক্ষ্যে আজ আমরা এখানে জড়ো হয়ে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে ২৫ মার্চকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ ঘোষণার সিদ্ধান্ত গ্রহণের জন্যে। কারণ, এটি শুধু বাংলাদেশের ১৬ কোটি মানুষের প্রাণের দাবি নয়, এটি সারাবিশ্বের বিবেকসম্পন্ন মানুষের দাবি। মানবতার বিরুদ্ধে এমন নৃশংসতার পুনরাবৃত্তি ঠেকানোর অভিপ্রায়েই ২৫ মার্চকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’র স্বীকৃতি প্রয়োজন।"

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় এ কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আইরিন পারভিন, ফারুক আহমদ, মহিউদ্দিন দেওয়ান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক এ কে এম তারেকুল হায়দার চৌধুরী, যুগ্ম আহবায়ক সাইফুল্লাহ ভূইয়া এবং সদস্য-সচিব বাহার খন্দকার সবুজ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সর্দার প্রমুখ। 


বিডি-প্রতিদিন/ ২৬ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর