বাংলা টেলিভিশন কানাডার আয়োজনে টরন্টোতে অনুষ্ঠিত হলো 'জন্মতিথিতে রবীন্দ্র স্মরণ' অনুষ্ঠান। এতে 'রবীন্দ্রগানে প্রেম' বিষয়ের উপরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড: সুজিত দত্ত। রবীন্দ্রসঙ্গীতের পাঁচজন শিল্পী প্রত্যেকে পাঁচটি করে মোট পঁচিশটি প্রেমের গান পরিবেশন করেন। একটি প্রেমের কবিতার আবৃত্তিও ছিলো এই অনুষ্ঠানে।
শতভাগ আসন দর্শকে পূর্ণ অডিটরিয়ামে পিনপতন নীরবতায় শ্রোতারা অনুষ্ঠানটি উপভোগ করেন। বাংলা টেলিভিশন কানাডার নিয়মিত অনুষ্ঠান 'গানের আড্ডা'র একটি বর্ধিত আয়োজন হিসেবে 'জন্মতিথিতে রবীন্দ্র স্মরণ'র আয়োজন করা হয়।
'গানের আড্ডা' সিরিজ অনুষ্ঠানমালার মূখ্য আয়োজক সজীব চৌধুরীর সূচনা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। টরন্টোর এস. ওয়ালটার স্টুয়ার্ড পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রবিকবির প্রেমের গান গেয়ে শোনান স্নিগ্ধা চৌধুরী, মোনালিসা চৌধুরী, নন্দিতা গোমস, শাহজাহান কামাল ও সুনীল গোমস। রবীন্দ্রকবিতা আবৃত্তি করেন হাসান মাহমুদ। যন্ত্রশিল্পীরা ছিলেন, তবলায় ও শ্রীখোলে সজীব চৌধুরী, মন্দিরায় অরূপ মুখার্জী এবং এস্রাজে সুনীল গোমস।
মূল প্রবন্ধ পাঠের পর শ্রোতাদের মধ্য থেকে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন আকবর হোসেন। অনুষ্ঠানের স্থিরচিত্রের দায়িত্বে ছিলেন প্রদীপ্ত বসু। শব্দযন্ত্র নিয়ন্ত্রণ করেছেন মার্চ গিয়েমবার্গ, টেলিভিশন ক্যামেরা অপারেশনের সমন্বয় করেছেন বাংলা টিভি’র টেকনিক্যাল ডিরেক্টর গ্যাব্রিয়েল জি. কোনজ এবং ক্যামেরাগুলো অপারেট করেছেন জ্যানা হক, ইসমেত আরা মুন ও বন্যা রুনা লায়লা। শিল্প ও অলংকরণ-ভাবনায় ছিলেন চিত্রশিল্পী নুরুন্নাহার সুপ্তি। অভ্যর্থনা ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেছেন ফ্লোরা শুচি, ঈশিতা শামস্, হাফিজ আল আসাদ, সুমু হক, পবিত্র মজুমদার ও নাজমা কাজী।
এছাড়াও শীঘ্রই অনুষ্ঠানটির নির্বাচিত স্থিরচিত্র ও খণ্ড ভিডিও চিত্র বাংলা টিভির স্যোশাল মিডিয়া পেজগুলোতে প্রচার করা হবে। বাংলা টেলিভিশনেও এ নিয়ে ২০ মে প্রতিবেদন প্রচার করা হবে।
বিডি প্রতিদিন/১০ মে, ২০১৭/ফারজানা