বাংলাদেশে বন্যাদুর্গতদের সহায়তায় তহবিল সংগ্রহের জন্য টরন্টো ফিল্ম ফোরামের উদ্যোগে সম্প্রতি বারবিকিউ'র আয়োজন করা হয়। বাঙালি পাড়া হিসেবে খ্যাত ডেনফোর্থে আয়োজিত এই তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
বৃহস্পতিবার বিকাল থেকে শুরু করে রাত অবধি প্রবাসী বাংলাদেশিরা জমায়েত হয়ে তহবিল সংগ্রহ করে। টরন্টোর সংস্কৃতিসেবীরা এই তহবিল সংগ্রহে অংশ নিয়ে পুরো আয়োজনটিকে ভিন্ন মাত্রা দেয়।
টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করীম বাবুল ও সাধারণ সম্পাদক মনিস রফিক বাংলাদেশের বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানান।
বিডি প্রতিদিন/১ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা