পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া সিটি সংলগ্ন আপার ডারবিতে শনিবার ‘জব সেমিনার’ অনুষ্ঠিত হবে। আয়োজক ‘পিপল এন টেক ইন্সটিটিউট’।
উল্লেখ্য, আগ্রহী বাংলাদেশিদের মার্কিন আইটি সেক্টরে চাকরির উপযোগী সংক্ষিপ্ত কোর্স প্রদান করছে পিপল এন টেক ইন্সটিটিউট। গত এক দশকে এই কোর্সে অংশগ্রহণের পর ৫ হাজারের অধিক বাংলাদেশি উচ্চ বেতনের চাকরি পেয়েছেন।
এ প্রসঙ্গে পিপল এন টেকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইঞ্জিনিয়ার আবু হানিফ বলেন, পিপলএনটেক শুরু থেকেই বদ্ধপরিকর যেন প্রত্যেক যোগ্য ব্যক্তি ‘অড জব’ না করে যার যার যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান করতে পারেন।
সেমিনারে থাকবেন পিপল এন টেক ইন্সটিটিউটের পেনসিলভেনিয়া শাখার এডমিনিস্ট্রেটর ও মিলবোর্ন সিটি কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নুরল হাসান, আপারডার্বি সিটির কাউন্সিলম্যান শেখ সিদ্দিক, কাউন্সিলওম্যান শেকেলা কোলস, বিএভিএ এর সাবেক প্রেসিডেন্ট ডক্টর ইবরুল চৌধুরী, বি টি এস পির প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, সেক্রেটারি এ বি এম আলতামাস বাবুল, বাংলাদেশ সোসাইটির ইফতেখার হোসাইন ফরহাদ, মিলবার্ন এর কাউন্সিল ম্যান মোহাম্মদ মনসুর আলী, পিপলএনটেক এর বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ আসিফ ফাহাদ প্রমুখ।
পেনসিলভেনিয়ায় অবস্থানরত বিভিন্ন কমিউনিটির যারা আইটি প্রফেশনে কাজ করতে ইচ্ছুক তাদেরকে পিপলএনটেক এর পেনসিলভেনিয়ার কার্যালয়ে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
বিডি প্রতিদিন/২১ মার্চ, ২০১৮/ফারজানা