যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ফ্রান্সের প্যারিসে বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
বাংলাদেশের সঙ্গে তাল মিলিয়ে স্থানীয় সময় ভোর ৪টায় শুদ্ধস্বরে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর সকাল সাড়ে ৬টায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা ও বাইবেল পাঠের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয়। এরপর মহান মুক্তিযু্দ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের পক্ষ থেকে দেয়া বাণী পাঠ করে শুনান দূতাবাসের কর্মকর্তারা।
অনুষ্ঠানের ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কাজী ইমতিয়াজ হোসেন, কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ হযরত আলী খান, প্রথম সচিব আনিসা আমিন, দ্বিতীয় সচিব নির্জর অধিকারী ও দয়াময় চক্রবতী, দিলারা বেগমসহ মুক্তিযোদ্ধা, দূতাবাস কর্মকর্তাবৃন্দ ও তাদের পরিবারবর্গ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অদম্য নেতৃত্ব গুণ এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য তার অবদানের কথা গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সাথে স্মরণ করেন রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন।
রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদর্শিতাসম্পন্ন নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রের স্বীকৃতি লাভ করেছে। এটি এবারের স্বাধীনতার মাসে সবচেয়ে বড় অর্জন। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/২৭ মার্চ, ২০১৮/মাহবুব