মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখা।
মঙ্গলবার দোহার নাজমায় রমনা রেস্তোরাঁয় সংগঠনের সভাপতি বীর মুক্তিযুদ্ধা ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে স্বাধীনতার তাৎপর্য নিয়ে আলোচনা করেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু রায়হান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,কাতার সফররত চট্রগ্রাম আওয়ামীলীগের উত্তর জেলা কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আলী শাহ।
এতে আরো বক্তব্য রাখেন,সহ সভাপতি মুক্তিযুদ্ধা আহসানুল্লাহ ভূঁইয়া, আওয়ামী নেতা মোঃ কফিল উদ্দিন, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক নুরুল আলম, দোহা মহানগর আওয়ামী লীগের সভাপতি আবু তাহের চৌধুরী, কাজী হাসান বিল্লাহ,যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সেলিম রেজা, মুসলেম উদ্দিন,কাতার ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক রনি,শাধারণ সম্পাদক আনহার আনু,সিয়াব শাহীনসহ আরও অনেকেই।
বক্তারা,বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের প্রসংশা করে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছেন স্বাধীন দেশ, আর তারই কন্যা শেখ হাসিনা দেশকে নিম্ন আয়ের তালিকা থেকে উন্নয়নশীল দেশের তালিকায় নিয়ে গেছেন।তাই বর্তমান সরকারকে আরো শক্তিশালী করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
বিডিপ্রতিদিন/ ই জাহান