কানাডায় অবস্থানরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের সংগঠন কানাডিয়ান অ্যালুমনি অ্যাসোসিয়েশন অব রাজশাহী ইউনিভার্সিটির (কারু) ১০ম বার্ষিক সাধারণ সভা গত শনিবার টরোন্টোর ডানফোর্থে অনুষ্ঠিত হয়।
আরিফ সোহেলের সভাপতিত্বে এই সভায় সংগঠনের ১৩ সদস্যের নতুন কার্যকরী পরিষদ নির্বাচিত করা হয়। এই পরিষদ আগামী দুই বছর অ্যাসোসিয়েশনের দায়িত্ব পালন করবে। এই কার্যকরী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে মুস্তাফিজ খান ও সুমন জাফর।
উল্লেখ্য, কানাডিয়ান অ্যালুমনি অ্যাসোসিয়েশন অফ রাজশাহী ইউনিভার্সিটি-কারু (Canadian Alumnni Association of Rajshahi University - CAARU) নামে পরিচিত এই সংগঠনটি ২০০৬ সাল থেকে বিভিন্ন ধরণের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এটি অন্টারিও প্রভিন্সে বিধিভূক্ত রেজিস্ট্রার্ড সংগঠন যা কমিউনিটিতে পরিচিত।
বিডি প্রতিদিন/এনায়েত করিম