স্পেনে দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা সভা করেছে জাগো বাংলাদেশ। গত ৩১ অক্টোবর মাদ্রিদের বাংলা টাউন রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে আবু সায়েম মিয়ার সভাপতিত্বে বক্তারা বলেন, তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একাধিক মামলায় জেল দেওয়া হয়েছে। আমরা তাদের মুক্তি দাবি করি।
বিএনপি নেতা হুমাউন কবির রিগ্যানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন স্পেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল, কাজি জসিম, শাওন আহমেদ, জাকিরুল ইস্লাম, এনাম আহমেদ চৌধুরী , মিজান চৌধুরী, হাফিজ শেখ প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা