বাংলাদেশের সাথে মিল রেখে ঢাকা শিক্ষাবোর্ডের নির্দেশনা মেনে এবং অভিন্ন প্রশ্নপত্রে সৌদি আরবেও শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টায় এ পরীক্ষা শুরু হয়।
ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এবং জাতীয় কারিক্যুলামে পরিচালিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, রিয়াদ, জেদ্দা এবং মদীনা কেন্দ্রে অংশগ্রহণ করেছে মোট ২৫৩ জন ছাত্রছাত্রী। এর মধ্যে রিয়াদে ৭৮ জন, জেদ্দায় ১৬১ জন এবং মদীনায় ১৪ জন।
বোর্ডের নির্দেশ মতে প্রশ্ন ফাঁদসহ অনিয়ম ঠেকাতে খুবই কড়াকড়ির মাধ্যেমে ছাত্র ছাত্রীদেরকে পরীক্ষার আধঘণ্টা আগে হলে প্রবেশ করানো হয়।
ছাত্রছাত্রীরা যথেষ্ট প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং বিগত সময়ের ন্যায় এবারও শতভাগ পাশের সুনাম অক্ষুন্ন রাখার ব্যাপারে আশাবাদী সংশ্লিষ্টরা।
এ বছর প্রথমবারের মতো মদীনা স্কুলে অনুষ্ঠিত হচ্ছে জেএসসি পরীক্ষা। স্কুলের প্রিন্সপ্যাল টিএম শহীদুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রথম দিনের পরীক্ষায় জেদ্দা কনস্যুলেটের কাউন্সিলর আলতাফ হোসেন এবং জেদ্দা স্কুলের শিক্ষক মাসুদুর রহমান কেন্দ্র পরিদর্শন করেন।
বিডি-প্রতিদিন/০১ অক্টোবর, ২০১৮/মাহবুব