সম্প্রতি মালয়েশিয়া সফরে আসা মাদারীপুর জেলা যুবলীগের সভাপতি আতাহার সরদারকে সংবর্ধনা প্রদান করেছে মালয়েশিয়ার প্রবাসীদের সংগঠন মাদারীপুর জেলা সমিতি। গত বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্তোরাঁয় রাত ৯ টায় এই সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি শরিফ আহমেদ বিন নুরের সভাপতিত্বে অলিল ফরাজী এবং রাসেল হাওলাদারের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান মনির।
এসময় সফরকারী নাজিমুদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি ও মাদারীপুর জেলা যুবলীগের সভাপতিকে মালয়েশিয়া আগমন উপলক্ষে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় বক্তব্য রাখেন, মো. মনির দেওয়ান, মজিবুর রহমান, সজিব হাওলাদার, ইঞ্জিনিয়ার রাহাদ উজ্জামান, তারিকুজ্জামান মিতুল, রায়হান রাজু, ফরিদ উদ্দিন, শহিদুল ইসলাম জুয়েল ব্যপারি, জহিরুল হক জহির, কাজী নিজাম, মওদুদ মোল্লাসহ আরো অনেকে।
এসময় সভায় আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বাংলাদেশী বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ ও প্রবাসীরা। আলোচনায় বক্তারা দৃশ্যমান পদ্মা সেতুসহ দেশের উন্নয়নের জোয়ার অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারকে আবারও নির্বাচিত করার দাবি জানান এবং প্রবাস থেকেই গণসচেতনতা ও প্রচারে অংশগ্রহণ করার আহবান জানান।
বিডি প্রতিদিনি/২ নভেম্বর ২০১৮/হিমেল