সিঙ্গাপুরে জাতীয় জেলহত্যা দিবস পালন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ সিঙ্গাপুর শাখা ও অঙ্গ সংগঠনগুলোর উদ্যেগে দিবসটি পালন উপলক্ষে শনিবার (৩রা নভেম্বর) স্থানীয় ফখরুদ্দীন রেস্তোরার হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগ সিঙ্গাপুর শাখার সভাপতি সালাউদ্দিন রানা তন্ময়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগ সিঙ্গাপুর শাখার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মালেক হীরা। এতে বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সিঙ্গাপুর যুবলীগের সভাপতি আলামিন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক কামরুল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাক আহম্মদ চৌধুরী, সহ-সভাপতি আদনান শাহ, মিরাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত রাসেল, রফিকুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি সোহাগ মাহমুদ, সহ-সভাপতি আরিফ হোসেনসহ সকল সংগঠনের নেতা-কর্মীরা।
ছাত্রলীগ সভাপতি সোহাগের পরিচালনায় অনুষ্ঠানে জাতীয় চার নেতার ও বঙ্গবন্ধুর পলাতক আসামিদের ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানানো হয়।
অনুষ্ঠান শেষে জাতীয় চার নেতা ও দেশবাসীর জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন উজ্বল মিয়া (দফতর সম্পাদক স্বেচ্ছাসেবক লীগ) এবং পরে তাবারক বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম