গানে গানে শ্রদ্ধা আর ভালোবাসায় বাংলা ব্যান্ডের কিংবদন্তি কণ্ঠশিল্পী ও গিটারের জাদুকর আইয়ুব বাচ্চুকে স্মরণ করলো প্যারিসের ভক্তরা। হঠাৎ বেড়ে যাওয়া কনকনে শীতের হিমেল হাওয়া উপেক্ষা করে প্যারিসের পোর্ট দ্য ক্লিনকোর্টের সেন্ট হেলেন হলে জড়ো হতে থাকেন সাংস্কৃতিক সংগঠন রং-এর বন্ধুরা।
বন্ধু আড্ডার আয়োজক রাহুল চৌধুরী ও মাছুম আহমেদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে প্রিয় শিল্পির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। নিরবতা পালন শেষে প্রয়াত আইয়ুব বাচ্চুর স্মরণে তাঁর বিখ্যাত গান 'আর বেশি কাঁদালে- উড়াল দেব আকাশে' পরিবেশন করেন কুমকুম রানা।
প্রয়াত এ শিল্পীর স্মরণে- 'আমি কষ্ট পেতে ভালোবাসি', 'তোমার চিঠি', 'ফেরারি এ মনটা আমার'সহ আইয়ুব বাচ্চুর বেশ কয়েকটি গান পরিবেশন করে ফ্রান্সের গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী আরিফ রানা। অনুষ্ঠানে আরও গান পরিবেশন করেন মৌসুমী চক্রবর্তী, ঈশরাত খানম ফ্লোরা, রিমা নয়ন। বাঁশির ব্যতিক্রমী সুরে হলের দর্শকদের মুগ্ধ করেন নূর ইসলাম। কবিতা পাঠ করেন নাজনিন তানিয়া, আবু জুবায়ের, গিয়াস বাবু ও সাইফুল ইসলাম। আর অনুষ্ঠানের যন্ত্রসংগীত পরিবেশনায়- গিটারে বিকি রায়, মন্দিরায় নূর মোহাম্মদ ও তবলায় গৌতম বিশ্বাস এবং অনুরুপ চ্যাটার্জি।
অনুষ্ঠানে মহান স্বাধীনতা যুদ্ধ ‘৭১'এর উপর নির্মিত পুরস্কার প্রাপ্ত তথ্যচিত্র ‘একটি পতাকার জন্ম’ এর পরিচালক রায় প্রকাশ চন্দ্রকে বন্ধু মহলের পক্ষ থেকে সন্মাননা পদক প্রদান করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অনুবাদক হাসনাত জাহান, অনুবাদক অরুন হাওলাদার, সাগর বড়ুয়া, আবিদ, সুনীল বণিক, হামিদুল ইসলাম এবং তৌফিকা শাহেদ।
বিডি প্রতিদিন/এ মজুমদার