জাতীয় চার নেতা কারাগারে হত্যা করার পেছনে মদদদাতাদের চিহ্নিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি উঠেছে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সমাবেশ থেকে।
শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এ সমাবেশ শুরু হয় ইমাম কাজী কাইয়ুম কর্তৃক বিশেষ দোয়া-মাহফিলের মধ্য দিয়ে।
সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিনহাজ শরিফ রাসেলের সঞ্চালনায় এ সমাবেশে বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, সহ-সভাপতি-মাসুদ হুসেন সিরাজি, আলহাজ্ব আব্দুল কাদের মিয়া, আব্দুল মতিন পারভেজ, জেসমীন বোখারি এবং নারগিস আহমেদ বিউটি, যুগ্ম সম্পাদক-সুব্রত তালুকদার, মাহফুজ হায়দার, শিবলী সাদিক, সুমন মাহমুদ, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি দরুদ মিয়া রনেল, সহ-সভাপতি আহমেদ মোস্তফা পারভেজ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা ওয়ালি হুসেন, ঢাকা মহানগর উত্তরের যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন চঞ্চল প্রমুখ।
এ সভা থেকেই সামনের জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের সমর্থনে প্রবাস থেকে কাজের অঙ্গীকারে একটি ‘নির্বাচনী প্রচার সেল’ গঠন করা হয়। মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাসুদ হুসেন সিরাজিকে আহবায়ক, যুগ্ম সম্পাদক মাহফুজুল হক হায়দারকে সদস্য-সচিব এবং আলহাজ্ব আব্দুল কাদের মিয়াকে প্রধান সমন্বয়কারি করা হয়েছে এই প্রচার সেলের। কর্মকর্তাগণের মধ্যে আরও রয়েছেন যুগ্ম আহবায়ক-মিনহাজ শরীফ রাসেল এবং নূরল আমিন বাবু, যুগ্ম সদস্য-সচিব-সুমন মাহমুদ এবং সমন্বয়কারি সুব্রত তালুকদার।
বিডি প্রতিদিন/ফারজানা