মার্কিন কংগ্রেসের ইতিহাসে প্রথমবারের মতো দুই মুসলিম নারী বিজয়ী হয়েছেন। মঙ্গলবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে দুই মুসলিম নারী জয়ী হন।
তারা হলেন- রাশিদা তাইয়্যেব (৪২) ও ইলহান ওমর (৩৬)। রাশিদা তাইয়্যেব মিশিগান কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-১৩ থেকে ডেমক্র্যাটিক পার্টির মনোনয়নে জয়ী হন। ফিলিস্তিনি-আমেরিকান রাশিদা বেশ কয়েক বছর থেকেই মার্কিন রাজনীতিতে সরব। এদিকে, সোমালিয়ান-আমেরিকান ইলহান ওমর মিনেসোটার ফিফথ কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে বিজয়ী হয়েছেন। তিনিও ডেমক্র্যাট থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।
মঙ্গলবার অনুষ্ঠিত মধ্যবর্তী ওই নির্বাচনে ডেমক্র্যাটিক পার্টির টিকিটে নতুন মুখ হিসেবে আরও ডজনখানেক নারী জয়ী হয়েছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম