Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৯ নভেম্বর, ২০১৮ ১১:৫৯
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৮ ১২:০২

জার্মানিতে ডাঃ অরুপরতন চৌধুরীকে সংবর্ধনা

অনলাইন ডেস্ক

জার্মানিতে ডাঃ অরুপরতন চৌধুরীকে সংবর্ধনা

জার্মান সফররত বিশিষ্ট চিকিৎসক, মুক্তিযোদ্ধা ও কন্ঠশিল্পী ডাঃ অরুপরতন চৌধুরীকে সবংর্ধনা দিয়েছে জার্মানির সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বেঙ্গালীশে কুলটুওর ফোরাম। শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

সংবর্ধনা সভার আয়োজকদের অন্যতম মামুন আহসান খান ও অপু আলম বলেন, সুস্থ সমাজ ও জাতি গঠনে ডাঃ অরুপরতন বরাবররের মতই প্রজ্ঞা ও উদারতার পরিচয় দিয়ে আসছেন। এমন গুণী মানুষকে পেয়ে আমরা গর্বিত।

প্রবাসীদের উদ্দেশ্যে একুশে পদক প্রাপ্ত ডাঃ অরুপরতন চৌধুরী বলেন, মহান মুক্তিযুদ্ধের বিনিময়ে পাওয়া আমাদের সোনার বাংলাদেশ আজ মাদকে আছন্ন।
এই ভয়াবহ অবস্থা থেকে মুক্তি পেতে সুশিক্ষার পাশাপাশি সকল ধর্মীয় অনুশাসন মেনে চলার বিষয়টি তিনি তুলে ধরেন। মাদকাসক্তি থেকে দেশের তরুণ সমাজকে বাঁচাতে দেশে নিরাময় কেন্দ্র স্থাপনে প্রবাসীদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

পরে স্থানীয় শিল্পীদের পাশাপাশি প্রবাসীদের অনুরোধে পরপর কয়েকটি গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেন তিনি। সংবর্ধনায় রাষ্ট্রদূত, বিভিন্ন রাজনৈতিকদলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের প্রবাসীরা অংশ নেন।

বিডি প্রতিদিন/ফারজানা


আপনার মন্তব্য