আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভা করেছে বাহরাইনে বাংলাদেশ বিজনেস কমিউনিটি (বিবিসি)। বৃহস্পতিবার মানামায় অরিয়েন্টাল প্যালেস হোটেলে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
কমিউনিটির আহবায়ক আইনুল হকের সভাপতিত্বে ও আকতারুজ্জামানের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন আলআহলি ইউনাইটেড ব্যাংকের প্রধান নির্বাহী সাফকাত আনোয়ার, এনআরবি বাহরাইনের চেয়ারম্যান প্রকৌশলী আবুল কালাম আজাদ, লিন্নাস মেডিকেলের চেয়ারম্যান তাওলাদ হোসেন, ডাক্তার জাহাঙ্গীর আলম, বাংলাদেশ স্কুলের পেট্রোন বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, বাংলাদেশ সোসাইটির সভাপতি ফুয়াদ তাহের শান্তনু, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বাবু।
উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী সাবের আহম্মদ, মোহাম্মদ কায়েস আহম্মেদ, আবুল বাশার, বশির আহম্মেদ, ইমাম হোসেন, শাহজালাল, হামেদ কাজী হাসান, রফিকুল ইসলাম আকন্দ খোরশেদ আলম ও গেয়াস উদ্দিন মিয়াজী।
অনুষ্ঠানে বিজনেস কমিউনিটির গঠনতন্ত্র ও উদ্দেশ্য পাঠ করে শুনান এ কিউ এম সফি সরোয়ার।
বিশেষ দোয়া পরিচালনা করেন নোমান উদ্দিন মনির।
বিডি প্রতিদিন/ফারজানা