আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে দোহার নাজমা মিষ্টি মেলা রেস্তোরাঁয় আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ধানসিঁড়ি বিএনপি কাতার কেন্দ্রীয় কমিটি।
অনুষ্ঠানের শুরুতেই ভাষা শহীদদের স্মরণে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা। সংগঠনের আহ্বায়ক শহিদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন টিপু।
মহিউদ্দিন কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক আমিনুল হক, সিআইপি মকবুল হোসেন মোল্লা, সালেহ উদ্দিন আহমেদ, এম নুরুজ্জামান, প্রকৌশলী আলিম উদ্দিন, প্রকৌশলী আব্দুল মুকিত, জাহাঙ্গীর আলম ভূঁইয়া, জসিম উদ্দিন লস্কর প্রমুখ।
আরও বক্তব্য রাখেন শাহ আলম খন্দকার, বাবুল গাজী, বাবু খান, এখলাছুর রহমান, রাখেল মাহমুদ। পরে চকবাজার অগ্নিকাণ্ডে নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা ও নিহত স্বজনদের গভীর সমবেদনা জানিয়েছেন প্রবাসীরা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ