ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এশিয়ান অ্যাথোলেটিকস ফেডারেশন এর পক্ষ থেকে সম্মাননা এওয়ার্ড পেয়েছেন বাংলাদেশ অ্যাথোলেটিকস ফেডারেশনের প্রেসিডেন্ট এ,এস,এম আলী কবির।
সম্প্রতি কাতার উইন্ডম হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ফেডারেশেের সভাপিত জেনারেল দাহলান আল হামাদের হাত থেকে এওয়ার্ড গ্রহণ করেন বাংলাদেশ অ্যাথোলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদকআব্দুর রকিব মন্টু।
আরো উপস্থিত ছিলেন জামাল হোসেন, আবুল কালাম, ফরিদ হোসেন চৌধুরী, মীর মোশারফ হোসেন নয়ন, সিরাজুল ইসলাম শাহিন ও সাংবাদিক ইউসুফ পাটোয়ারী লিংকনসহ অন্যান্যরা।
আন্তর্জাতিক অ্যাথোলেটিকস ফেডারেশন এর সভাপিত লর্ড সেবাস্টিয়ান কো’র এবং এশিয়ান অ্যাথোলেটিকস ফেডারেশনের নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন কাতার সরকারের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন