সর্বস্তরের প্রবাসীদের সাথে ব্যবসায়ীদের সম্প্রীতির বন্ধন আরো সুসংহত করতে নিউইয়র্কে অনুষ্ঠিত হল ‘আমেরিকান বাংলাদেশী বিজনেস এলায়েন্স’ তথা আব্বা’র ইফতার মাহফিল।
মঙ্গলবার নিউইয়র্ক সিটি সংলগ্ন লং আইল্যান্ডে ফ্রেশ মেডোতে আলী বাবা রেস্টুরেন্টের এ মাহফিলে স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রেসিডেন্ট ফখরুল ইসলাম দেলোয়ার এবং শুভেচ্ছা জানান সেক্রেটারি সিপিএ ইয়াকুব এ খান।
বহুজাতিক এ সমাজে নিজেদের বৈশিষ্ট্য অটুট রেখে ব্যবসায়ীক স্বার্থ সুরক্ষায় সর্বস্তরের মানুষের সাথে সম্পর্ক জোরদারের বিকল্প নেই বলে এ সময় কর্মকর্তারা উল্লেখ করেন। আব্বা'র ভাইস প্রেসিডেন্ট মইনুল ইসলাম, নির্বাহী সদস্য মিসবাহুজ্জামান, সানী মোল্লাহ, বিল্লাল হোসাইন, জাকির হোসেন সেখানে ছিলেন।
মাহফিলে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন শিল্পপতি মো. জহিরুল ইসলাম, ডেমক্র্যাটিক পার্টির নেতা মোর্শেদ আলম, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার এবং সেক্রেটারি শহীদুল ইসলাম, ফোবানার সাবেক চেয়ারম্যান বেদারুল ইসলাম বাবলা, ড্রামা সার্কলের সভাপতি আবির আলমগীর, কমিউনিটি লিডার হাসানুজ্জামান হাসান, নূরল আজিম, আজিমুর রহমান বোরহান, জাতিসংঘের শিক্ষাদূত নাঈমা খান, জেবিবিএর সাবেক সভাপতি জাকারিয়া মাসুদ জিকো প্রমুখ। মাহফিলে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
শুরুতে পবিত্র কোরআন থেকে পাঠ করেন ইমাম কাজী কায়্যুম এবং ইফতারের প্রাক্কালে বিশেষ মোনাজাতে নেতৃত্ব দেন মাওলানা শেখ জুনায়েদ।
বিডি প্রতিদিন/হিমেল