বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সাথে প্রবাসীদের অন্তরঙ্গ আড্ডা বসবে নিউইয়র্কে ১৯ জুলাই। সন্ধ্যা ৮টায় জ্যাকসন হাইটসে বেলজিনো পার্টি হলে এ আড্ডার আয়োজন করেছে ‘শো-টাইম মিউজিক’।
আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার আলমগীর খান আলম এ প্রসঙ্গে বলেন, সাকিবের সাথে এ আড্ডাকে প্রাণবন্ত করতে জনপ্রিয় দুই শিল্পী তনিমা হামিদ এবং হৈমন্তী দাস থাকবেন মঞ্চে।
এ অনুষ্ঠানে প্রবেশ মূল্য মাথাপিছু ১০০ ডলার। আড্ডায় সাকিবের সাথে ছবি উঠানোর ব্যবস্থাও থাকবে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে টিকিট বিক্রি করা হচ্ছে। আসন সীমিত।
বিডি প্রতিদিন/ফারজানা