১৯ আগস্ট, ২০১৯ ১১:০৭

স্পেনে ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

অনলাইন ডেস্ক

স্পেনে ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

বাংলাদেশ ছাত্রলীগ স্পেন শাখার আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। 

রবিবার রাত ১০টায় স্পেনের মাদ্রিদের স্থানীয় একটি রেস্টুরেন্টে এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ছাত্রলীগ স্পেন শাখার সদ্য সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ইসমাইল হোসাইন রায়হান এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল নূর নীরব। স্বাগত বক্তব্য রাখেন বাপ্পি রহমান নাবিল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শফিকুর নূর, রাজু আহমেদ, মো. রাজীব, সাব্বির আহমেদ, জুনেল আহমেদ, কাওছার, মাছুম শেখ, মোকাদ্দস মিয়া, শুভ্রত প্রমুখ।

সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের সকল নিহত শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ, জাতীয় চার নেতাসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকল শহীদদেরকে স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মো. শফিকুর নূর।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর