সিঙ্গাপুরে চার বাংলাদেশির করোনাভাইরাস ধরা পড়েছে। চীন থেকে মহামারী করোনাভাইরাস সিঙ্গাপুরেও ছড়িয়ে পড়ায় দেশটিতে কর্মরত বাংলাদেশিরা আতঙ্কিত। আর এমন দুর্যোগের কথা চিন্তা করে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে মাস্ক বিতরণ করছে অগ্রণী এক্সচেঞ্জ।
সিঙ্গাপুর অগ্রণী এক্সচেঞ্জের সিইও শরিফুল ইসলাম এ উদ্যোগ নিয়েছেন। অগ্রণী এক্সচেঞ্জের সেবা নিতে আসা প্রবাসীদের মাঝে মাস্ক বিতরণ করা হচ্ছে।
সিঙ্গাপুরে অগ্রণী এক্সচেঞ্জের প্রতিটি শাখায় এবং গতকাল জুম্মার নামাজের পরে শরিফুল ইসলাম নিজে, অগ্রণী এক্সচেঞ্জের আশেপাশে অবস্থান করা প্রবাসীদের মধ্যে মাস্ক বিতরণ করেন এবং সকল প্রবাসীদের এই দুর্যোগ মুহূর্তে সর্তক থাকার জন্য অনুরোধ করেন।
বিডি প্রতিদিন/ফারজানা