২৭ ফেব্রুয়ারি, ২০২০ ১৭:৩৪

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

মোঃ ইয়ামিন

কাজ শেষে গাড়িতে করে বাসায় ফেরার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মোঃ ইয়ামিন (২৫) নামে এক বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

ইয়ামিন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের বালুধুম গ্রামের কৃষক আবুল বাশার মিঝির ছেলে। 

বুধবার রাতে সৌদি আরবের নাজরান শহর থেকে রিয়াদ আসার পথে আল-বিশাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে পারিবারিক সূত্রে জানা যায়। 
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে কাজের সন্ধানে সৌদি আরবে যান ইয়ামিন। তার সংসারে মা-বাবা, চার বোন ও তিন ভাই রয়েছে। বুধবার রাতে নাজরান শহর থেকে কাজ শেষে রিয়াদে বাসায় ফেরার পথে আল-বিশাল নামক স্থানে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ইয়ামিনসহ কয়েকজন গুরুতর আহত হন। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে ইয়ামিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন বেপারী বলেন, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ইয়ামিনের মৃত্যুর সংবাদ শুনেছি। তার লাশ দেশে আনার জন্য সকল ধরণের চেষ্টা ও সহযোগীতা করা হবে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর