ওমানের রাজধানী মাসকট থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে সোহার, সাহাম ও খাদরা এলাকায় শিলাবৃষ্টিসহ ভারী বর্ষণ হয়েছে। অনাকাঙ্ক্ষিত এই শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি ও কৃষিজাত পণ্য। দেশটির প্রায় ৯০ ভাগ কৃষি কাজের সাথে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে বাংলাদেশিরা জড়িত। এই বৃষ্টি কৃষি কাজের সাথে জড়িত বাংলাদেশিদের যথেষ্ট পরিমাণ ক্ষতির মধ্যে ফেলেছেন বলে জানিয়েছেন কৃষি খামারের সাথে জড়িত বাংলাদেশিরা।
জানা যায়, কৃষি অধ্যুষিত এই অঞ্চলটিতে প্রবাসী বাংলাদেশিরা মরুভূমি লিজ নিয়ে বিভিন্ন রকমের বাংলাদেশি শাক সবজি তরিতরকারী ফলান। এই বৃষ্টি তাদের চরম ক্ষতির মধ্যে ফেলেছেন বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
এই ক্ষতি পুষিয়ে উঠতে তাদের অনেকটা বেগ পেতে হবে বলেও মন্তব্য করেন তারা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম