করোনাভাইরাস নিয়ে যেখানে পুরো ইউরোপ একটি দুর্যোগকালীন সময় পার করছে ঠিক এ রকম সময়ই মধ্য ইউরোপের দেশ ক্রোয়েশিয়াতে নেমে এল আরও এক প্রাকৃতিক দুর্যোগ।
রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টার দিকে ক্রোয়েশিয়াসহ বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, হাঙ্গেরি, অস্ট্রিয়া এবং স্লোভেনিয়ার বেশ কিছু অঞ্চলে মাঝারি মানের এক ভূ-কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিলো ৫.৪ এর কাছাকাছি। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেব থেকে ৫.৮ মাইল উত্তরে। এ ভূকম্পনের ফলে ক্রোয়েশিয়ার বেশ কিছু স্থানে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী এ ভূমিকম্পের ফলে ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেবের বেশ কয়েকটি স্থানে বিভিন্ন ভবনে ফাঁটল দেখা দেওয়ার খবর প্রকাশিত হয়েছে। একই সাথে দেয়াল ধস ও বেশ কিছু যানবাহনের ক্ষয়-ক্ষতির খবরও এ প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
ভূমিকম্পের ফলে ক্রোয়েশিয়ার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একই সাথে কিছু এলাকায় অগ্নিকাণ্ডের খবরও শোনা গেছে। ৫.৪ মাত্রার এ ভূকম্পনের পাশাপাশি ক্রোয়েশিয়াতে মৃদু মানের আরও দুইটি ভূ-কম্পন অনুভূত হয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন