বিশ্বব্যাপী ব্যাপক আকার ধারণ করা করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে চলমান নিয়ন্ত্রণ আদেশ (এমসিও) আরও দুই সপ্তাহ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তানসেরী মুহিউদ্দিন ইয়াসিন ।
তিনি বলেন, মালয়েশিয়ার জাতীয় সুরক্ষা কাউন্সিল এবং স্বাস্থ্য মন্ত্রণালয় একটি ব্রিফিং দিয়েছে এবং এতে বলা হয়েছে কোভিড -১৯ অর্থাৎ করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। তাই সরকারের অভিমত, নিয়ন্ত্রণ আদেশ অব্যাহত রাখা উচিত। এর সাথে সামঞ্জস্য রেখে সরকার চলমান এমসিসি ১৪ মার্চ থেকে ৩১ মার্চ বাড়িয়ে ১৪ই এপ্রিল করার সিদ্ধান্ত নিয়েছে।
জনগণকে অবশ্যই পর্যাপ্ত দীর্ঘ সময়ের জন্য ঘরে থাকার জন্য অবশ্যই শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। যারা স্ব স্ব শহরে চলে গেছেন তাদের এই সপ্তাহের শেষে কুয়ালালামপুর বা অন্যান্য শহরে ফিরে যাওয়ার দরকার নেই। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১৭২ রোগী পাওয়া গেছে, এ নিয়ে মালয়েশিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ১৭৯৬।
বিডি-প্রতিদিন/শফিক