পর্তুগালে বসবাসরত সিলেট জেলার কুলাউড়ার প্রবাসীদের নিয়ে গঠন করা হলো কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন পর্তুগাল।
রবিবার পর্তুগালের রাজধানী লিসবনের আলমেদা পার্কে সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শফিকুজ্জামান চৌধুরী রিপএর সভাপতিত্বে এবং সদস্য সচিব কাহের উদ্দিন আহমেদের সঞ্চালনায় উপস্থিত কুলাউড়ার প্রবাসীদের সর্বসম্মতিক্রমে আরশদ সুমনকে সভাপতি এবং হুসাইন আহমদ তপুকে সাধারণ সম্পাদক করে ১ বছরের জন্য ৮ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি মাছুম আলম সুমন, সহ সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম সাধারণ সাম্পাদক বদরুল হোসেন রতন, সহ সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর মোজাম্মেল শোভন, সাংগঠনিক সম্পাদক মো:জইন উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক নোমান হোসেন।
অনুষ্ঠান শেষে সকলকে ধন্যবাদ জানান নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য সদস্যরা।
এছাড়া কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রয়াত আলহাজ্ব আবদুল আহবাব চৌধুরী শাহাজাহান, স্পেন প্রবাসী কুলাউড়ার রেনু হুসাইন এবং পর্তুগাল প্রবাসী জামাল এর মৃত্যুতে বিশেষ দোয়া ও আপ্যায়নের মধ্যে দিয়ে সভার সমাপ্তি করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন