কানাডায়ও মেয়েরা নীপিড়ত হয়? বাংলাদেশি কমিউনিটিতেও! সাধারণভাবে বলা হয়-কানাডা হচ্ছে মেয়েদের অধিকারের দেশ। 'মেয়েদের বাড়াবাড়ি রকমের ক্ষমতা দেয়া হয়েছে এই দেশে'- এমন কথাও হরহামেশাই শোনা যায়। আসলেই কি তাই? স্ট্যাটিসটিক্স কানাডার তথ্যউপাত্ত অবশ্য ভিন্ন চিত্র দেয়। কানাডায় নারী নির্যাতিত হয়, খুন হয় এবং সেগুলো ঘটে ঘরে, আপনজনদের হাতেই। এতোদিন ‘ডোমেস্টিক ভায়োলেন্স’- পরিবারের সহিংসতায় নারীর নিপীড়নের তথ্য পাওয়া যেতো। এখন ‘ইন্টিমেট পার্টনার ভায়োলেন্স’ টার্মটিই যুক্ত হয়েছে। প্রেমিক কিংবা ভালোাবাসার মানুষের হাতে নিপীড়নের সংখ্যাটাও উল্লেখযোগ্য হারে বেড়েছে।
কানাডায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির চিত্রটা কি ভিন্ন কিছু? সেখানেও কি নারীরা নির্যাতিত হয়? সেই নির্যাতনের চিত্রটা কতটা ভয়াবহ? বাংলাদেশি বংশোদ্ভূত কি পরিমাণ নারী এই কানাডায় নিপীড়নের শিকার? এই সব প্রশ্নে উত্তর খোঁজার চেষ্টা করা হবে 'শওগাত আলী সাগর লাইভ' এর আগামী আয়োজনে।
কানাডায় বাংলাদেশি কমিউনিটিতে নারী নির্যাতনের তথ্য উপাত্ত নিয়ে তার কারণ বিশ্লেষন করতে আগামী ১৬ সেপ্টেম্বর, বুধবার রাত ১০টা (টরন্টো সময়) আলোচনায় যুক্ত হবেন ব্যারিস্টার উম্মে হাবিবা, সাংবাদিক এবং কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটির কমিউনিটি ডেভেলপমেন্ট বিভাগের একটি গবেষণার সহকারি গবেষক কিশোয়ার লায়লা, উইমেন ভায়োলেন্স কাউন্সিলর তৌহিদা চৌধুরী এবং বেসরকারি সংস্থা কানাডীয়ান সেন্টার ফর ইনফরমেশন অ্যান্ড নলেজ এর প্রেসিডেন্ট ইমাম উদ্দিন।
সঞ্চালনায় থাকছেন কানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর। আলোচনাটি সরাসরি সম্প্রচারিত হবে সরাসরি সম্প্রচার : Shaugat Ali Sagor Live ফেসবুক পেজ এবং ইউটিউব।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন