বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার সাথে সাথে কানাডা প্রবাসী বাঙালিদের মাঝেও শোকের ছায়া নেমে আসে।
তাৎক্ষণিকভাবে এক ভার্চুয়াল আলোচনার মাধ্যমে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ক্যালগেরির প্রবাসী বাঙালিরা।
আলবার্টার প্রথম অনলাইন পোর্টাল প্রবাস বাংলা ভয়েস এর প্রধান সম্পাদক আহসান রাজীব বুলবুল এর সঞ্চালনায় ভার্চুয়াল আলোচনায় অংশ নেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি মো. রশিদ রিপন, সহ-সভাপতি প্রকৌশলী মো. কাদির, প্রকৌশলী ও ব্যবসায়ী আবদুল্লা রফিক, এবিএম কলেজের প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল বাতেন, আলবার্টা আওয়ামী লীগের সভাপতি জাফর সেলিম, সিলেট অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির প্রতিষ্ঠাতা সভাপতি রূপক দত্ত, কিরণ বণিক শংকর এবং উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মাহমুদ হাসান দিপু।
আলোচনার শুরুতেই মরহুমের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনায় বক্তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর