কাতারে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে বাংলাদেশ কমিউনিটির আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের অনুশীলন ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
এতে স্বাস্থ্য সচেতনতায় বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন, সাধারণ সম্পাদক আমিন রসুল সাইফুল, উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক মন্ডলী সদস্য নুর মোহাম্মদ, কাতার বাংলাদেশ ক্রিকেট দলের পরিচালক আমিনুল ইসলাম, কাতার বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও কমিউনিটির মিডিয়া উইং আমিন ব্যাপারী এবং ফারিয়াজ'সহ অনেকেই।
উল্লেখ্য, ২০১২ সাল থেকে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় মঙ্গলবার এই দিবসটি উদযাপন করে আসছে কাতার সরকার।
বিডি প্রতিদিন / অন্তরা কবির