বাংলাদেশ আওয়ামী লীগ দক্ষিণ কোরিয়া শাখার নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন । ৯ ফেব্রুয়ারি আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে রাষ্ট্রদূত নানা বিষয়ে আলোচনা করেন।
সাক্ষাতে নবগঠিত দক্ষিণ কোরিয়া কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের পরিচিতি ও পূর্ণাঙ্গ কমিটির কপি রাষ্ট্রদূতের নিকট হস্তান্তর করা হয়।
সাক্ষাতে মাতৃভাষা দিবস পালন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনসহ সমসাময়িক নানা প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হয় বলে দক্ষিণ কোরিয়া আওয়ামী নেতারা জানান।
বিডি প্রতিদিন/ফারজানা