সৌদি আরবের মদিনার একটি সোফা কারখানার আগুনে ৬ বাংলাদেশিসহ ৭ প্রবাসী মারা গেছে। স্থানীয় সময় বুধবার (১০ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতদের ২ জনের বাড়ি চট্টগ্রাম ও তিনজনের বাড়ি কক্সবাজারের মহেশখালীতে। অপর বাংলাদেশির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এসব তথ্য জানিয়েছে।
নিহতদের মধ্যে আছেন চট্টগ্রামের লোহাগড়ার বাসিন্দা মিজানুর রহমান ও আরাফাত হোসেন মানিক। তারা দুই ভাই বলে জানা গেছে। এছাড়াও অগ্নিকাণ্ডে মারা গেছে কক্সবাজারের মহেশখালীর কুতুবজমের ঘাতিভাঙার ইসহাক মিয়া, আব্দুল আযিয, মো. রফিক উদ্দিন।
মরদেহগুলি মদিনার কিং ফাহাদ হাসপাতালের মর্গে রয়েছে। মদিনায় অবস্থানরত কনস্যুলেট প্রতিনিধি ঘটনাস্থল ও থানা পরিদর্শন করেছেন। এ বিষয়ে কনস্যুলেটের তদারকি অব্যাহত রয়েছে। নিহতদের পরিবার কোনো ক্ষতিপূরণ পাবে কী না- বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সৌদি আরবে এর আগেও কর্মক্ষেত্রে অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যু হয়েছে। চার বছর আগে রিয়াদের হারাজ বিন কাশেম মানফুহা জেলার একটি সোফা কারখানায় ৪ বাংলাদেশি শ্রমিক আগুনে পুড়ে মারা যান।
তারও আগে দাম্মামের দাল্লা সানাইয়া এলাকার একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নাগরিকসহ ৬ জনের মৃত্যু হয়েছিল।
বিডি প্রতিদিন/ফারজানা