কুয়েতে বাংলাদেশ দূতাবাসে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। গতকাল রবিবার (২১ ফেব্রুয়ারি) সকালে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পতাকা উত্তোলন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানসহ প্রবাসীরা।
এছাড়া দিবসটি উপলক্ষে অন্যান্য আয়োজনের মধ্যে ছিল অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন, বাণী পাঠ, দিবসটির উপর নির্মিত ভিডিও চিত্র প্রদর্শনী।
অনুষ্ঠানে যথাক্রমে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবু নাসের, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন মোহাম্মদ আবুল হোসেন, কাউন্সেলর (শ্রম), পররাষ্ট্র মন্ত্রীর বাণী পাঠ করেন জহিরুল ইসলাম খান, কাউন্সেলর (পাসপোর্ট এবং ভিসা), পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন হাসান মনিরুল মহিউদ্দিন, দ্বিতীয় সচিব।
দিবসটি উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভায় কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আশিকুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর, এমপি। আলোচক ছিলেন বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস অধ্যাপক সৈয়দ আনোয়ার হুসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমানসহ অনেকে।
কুয়েতে বাংলাদেশ দূতাবাস কতৃক ভাষা সৈনিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে অস্থায়ীভাবে গড়ে তোলা শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করতে রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানসহ দুতাবাসের কর্মকর্তা, বাংলাদেশ মিলিটারি কন্টিজেন্ট এর সদস্যবৃন্দসহ অসংখ্য কুয়েত প্রবাসী উপস্থিত হন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব পুনরায় বৃদ্ধির প্রেক্ষিতে কুয়েত সরকার এর স্বাস্থ্য নির্দেশনা বজায় রেখে দিবসটি পালন করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত