ব্রুনাই দারুসসালামের বাংলাদেশ দূতাবাসে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে হাইকমিশনার নাহিদা রহমান সুমনা কর্তৃক দূতাবাস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। এরপর ভাষা শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন হাইকমিশনার, বাংলাদেশ হাইকমিশনের সকল কর্মকর্তা ও কর্মচারী। এসময় বাংলাদেশ কমিউনিটির সদস্যগণকে নিয়ে 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গান গেয়ে প্রভাতফেরীর মধ্য দিয়ে দূতাবাস প্রাঙ্গণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
ভাষা শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের উত্তরোত্তর উন্নয়ন কামনা করে পবিত্র কোরআন হতে তেলাওয়াত ও মোনাজাত করা হয়। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাইকমিশনের অভ্যর্থনা কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রেরিত বাণীসমূহ পাঠ করেন শোনান হাইকমিশনার, কাউন্সেলর ও দূতালয় প্রধান এবং প্রথম সচিব (শ্রম)।
এছাড়াও উক্ত আলোচনা সভায় উন্মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন ব্রুনাই বসবাসকারী সম্মানিত বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ। বক্তারা একুশের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে একযোগে কাজ করার ওপর জোর দেন।
হাইকমিশনার গভীর শ্রদ্ধার সাথে ভাষা আন্দোলনের শহীদদের অমূল্য ভূমিকা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে অবদান রাখার জন্য প্রবাসী বাংলাদেশিদের ঐক্যের ওপর জোর দেন। হাইকমিশনার প্রবাসী বাংলাদেশি শিশু কিশোররা যাতে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর গুরুত্ব অনুধাবন করতে পারে তার জন্য পরিবারে বাংলা ভাষার চর্চা অব্যাহত রাখার জন্য অভিভাবকদের অনুরোধ জানান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ