শিরোনাম
২২ ফেব্রুয়ারি, ২০২১ ১৮:১০

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নয়াদিল্লির বাংলাদেশ মিশন

অনলাইন ডেস্ক

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নয়াদিল্লির বাংলাদেশ মিশন

হাইকমিশনার এইচ.ই মুহাম্মদ ইমরানের নেতৃত্বে প্রভাত ফেরী

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। চান্সারিতে প্রভাত ফেরী এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।

নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এ দিন হাইকমিশন প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।’

ভাষা শহীদদের মাগফেরাত কামনায় বিশেষ প্রার্থনা করা হয় এবং শহীদদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হয়। হাইকমিশনার এইচ.ই মুহাম্মদ ইমরানের নেতৃত্বে প্রভাত ফেরীতে মিশনের কর্মকর্তা-কর্মচারী ও পরিবারের সদস্যরা অংশ নেন।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর