বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের মামালায় কারাবন্দী লেখক মুশতাক আহমেদের মৃত্যুর তীব্র প্রতিবাদ জানিয়েছেন টরন্টোর লেখক, সাংবাদিক, সংস্কৃতি ও চলচ্চিত্র কর্মীরা।
এক বিবৃতিতে তারা বলেন, রাষ্ট্রীয় হেফাজতে থাকা অবস্থায় এই হত্যার দায় সরকারকেই নিতে হবে। অবিলম্বে এই দমন ও নিপীড়নমূলক ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে এই আইনের অপব্যবহার করে আটক সকল বন্দীদের দ্রুত মুক্তি দিতে হবে।
বিবৃতিতে স্বাক্ষর করেন, এনায়েত করিম বাবুল, শওগাত আলী সাগর, সোলাইমান তালুত রবিন, আজিমউদ্দিন আহমেদ, ফয়েজ নুর ময়না, জগলুল আজিম রানা, আরিফ হোসেন বনি, মনিস রফিক, মিনারা বেগম ও পারভেজ চৌধুরী প্রমূখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন