দেশ বরেণ্য রাজনীতিক, সাবেক প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের মৃত্যুতে শোকাহত বার্লিন বিএনপি।
বার্লিন বিএনপির সভাপতি মো. জসিম সিকদার ও সাধারণ সম্পাদক বাবুল ব্যাপারী সাক্ষরিত এক শোক বিজ্ঞপ্তিতে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, ব্যারিষ্টার মওদুদ ছিলেন আপোষহীণ রাজনৈতিক নেতা। জাতীয়তাবাদী দলের দুঃসময়ের কাণ্ডারী।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বরণ্য এই আইনজীবী ছিলেন নিরহংকারী ও দেশদরদী নেতা। মহান এই নেতার আকস্মিক মৃত্যুতে বার্লিন বিএনপি গভীরভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানানো হয় শোক বিজ্ঞপ্তিতে।
শোক বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক উল্লেখ করেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ ছিলেন বাংলাদেশের রাজনীতির সফল এক দলনেতা। স্বার্থের ঊর্দ্ধে উঠে তিনি রাজনীতি করে গেছেন সাধারণ মানুষের অধিকার আদায়ে। তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম। অষ্টম জাতীয় সংসদে আইন ও বিচার বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী ছিলেন প্রবীণ এই রাজনীতিবিদ। বর্তমানে তিনি বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য।
সংগঠনের পক্ষ থেকে নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, ক্ষমতাসীন সরকারের অপশাসনের বিরুদ্ধে তিনি ছিলেন সবসময় সোচ্চার। এমন নেতা যুগে যুগেই আসেন।
উল্লেখ্য, মঙ্গলবার (১৬ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত