সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন স্ত্রী-কন্যাসহ ওমান বিএনপির সভাপতি এস এম হারুন-অর রশিদ।
রবিবার সকালে কর্মস্থল থাই-এম্বাসিতে যাওয়ার সময় ওমানের রাজধানী মাস্কাটের গোবরা এলাকায় সড়ক দুর্ঘটনায় মারাত্মক হন স্ত্রী-কন্যাসহ এস এম হারুন-অর রশিদ। বর্তমানে তারা মাস্কাটের একটি হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতাল সূত্রে জানা যায়, তারা সকলেই আহত হলেও শঙ্কামুক্ত। বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার দ্রুত গতিতে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এ সময় গাড়িটির চালকের আসনে ছিলেন মেজো মেয়ে জান্নাত। বাবাকে অফিসে ড্রপ করে মাকে নিয়ে শপিংয়ের উদ্দেশ্যে বের হওয়ার কথা থাকলেও দুর্ঘটনার শিকার হন তারা।
চালকের আসনে থাকা কন্যা জান্নাত ও হারুন-অর রশিদ অপেক্ষাকৃত কম আঘাত পেলেও এক্সরে রিপোর্ট বলছে স্ত্রী ফাতেমা রশিদের বুকের পাজর ভেঙে গেছে এবং জখম হয়েছে শরীরের বিভিন্ন অংশে।
বর্ষীয়ান এই রাজনীতিক ও তার পরিবারের সড়ক দুর্ঘটনার খবরে ওমান বিএনপিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন। এছাড়াও বাবার দ্রুত সুস্থতায় পরিবারের পক্ষে দোয়া চেয়েছেন তার বড় মেয়ে এডভোকেট সাঈদা রুবী।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন