কানাডার ভ্যানকুভারে ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী (জাতীয় শোক দিবস) ও ২১ আগষ্টের গ্রেনেড হামলা উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কানাডা শাখার উদ্যোগে এক আলোচনা ও স্মরণ সভার আয়োজন করা হয়।
এ স্মরণ সভার সভাপতিত্ব করেন, কানাডা যুবলীগ নেতা নাজমুল হাসান এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যুবলীগ নেতা মাঞ্জুরুল হক।
এতে প্রধান অতিথি ছিলেন, বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা আজাদুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন, বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি শফিউল আজম খোকা, বিসিআরএস সভাপতি বিপুল কামাল এবং বাংলাদেশ ছাত্রলীগ, কানাডা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ওবায়দুর রহমান।
এতে বক্তারা আওয়ামী লীগের গৌরব, ঐতিহ্য ও বঙ্গবন্ধুর সংগ্রাম নিয়ে আলোচনা ও স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুর রাজনৈতিক, ব্যক্তিগত, মানবিক গুণাবলী, কুটনৈতিক সম্পর্ক, বলিষ্ঠ সাহসিকতার, পররাষ্ট্রনীতি এবং মানুষের প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসার দিকগুলো তুলে ধরেন।
আলোচনা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন / অন্তরা কবির