সুইজারল্যান্ড আন্তর্জাতিক বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও সুইজারল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মুর্শেদ গোলামের ছোট ভাই গোলাম রাশেদ আর নেই। আজ বুধবার কিডনি জটিলতায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।
গোলাম রাশেদের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সুইজারল্যান্ড আওয়ামী লীগ ও আন্তর্জাতিক বঙ্গবন্ধু ফাউন্ডেশন। এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
বিডি-প্রতিদিন/শফিক