প্রবাসী কর্মীদের জন্য বসবাসের অনুমতির (ইকামা) মেয়াদ বিনামূল্যে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরব। ভিজিট, এক্সিট ও রি-এন্ট্রি ভিসার ক্ষেত্রেও একই সুবিধা থাকছে। আরব নিউজের খবরে বলা হয়েছে, সম্প্রতি বাদশাহ সালমানের নির্দেশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
খবরে আরও বলা হয়, বিদেশে অবস্থানরত প্রবাসীদের ইকামার পাশাপাশি ভিজিট, এক্সিট ও রি-এন্ট্রি ভিসার মেয়াদ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়ে দেবে সৌদির পাসপোর্ট অধিদফতর। এটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে হবে। মেয়াদ বাড়ানোর জন্য কাউকে পাসপোর্ট অধিদপ্তরে যাওয়া লাগবে না।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ