মালয়েশিয়াস্থ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে। রাজধানী কুয়ালালামপুরের হোটেলে ইন্টারকন্টিনেন্টালে গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অহিদুর রহমান অহিদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান কামাল, রাশেদ বাদল শাহিন সরদার, বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি দাতু আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, যুবলীগের সাবেক আহ্বায়ক এ কামাল হোসেন চৌধুরী, আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির, মামুনুর রশীদ মামুন, নূর মোহাম্মদ ভূইয়া, আক্তার হেসেন, সাখাওয়াত হোসেন, আ. বাতেন। আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম সিরাজ, রুহুল আমিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইদুল ইসলাম, যুবলীগ নেতা ব্রাউন সোহেল, যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য বাবলা মজুমদার, জহিরুল ইসলাম জহির, এম এ রনি, রেজাউল করিম লায়ন, মহানগর কমিটির সভাপতি রিসাদ বিন আবদুল্লাহ ও ছাত্রলীগ নেতা মওদুদ মোল্লা।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা রানা কাজী, লাল মোহাম্মদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিএম বাবুল, জাতীয় শ্রমিক লীগ সভাপতি নাজমুল ইসলাম বাবুলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বিডি প্রতিদিন / অন্তরা কবির