২৫ অক্টোবর, ২০২১ ১৩:১৭

জার্মানির ৭টি শহরে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

বিটু বড়ুয়া, জার্মানি

জার্মানির ৭টি শহরে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জার্মানিতে। 

এ কর্মসূচিতে জার্মানির সর্বস্তরের প্রবাসীরা অংশ নেন। শনিবার জার্মানির রাজধানী বার্লিন, ফ্রাঙ্কফুর্ট, ব্রেমেনসহ কমপক্ষে ৭টি শহরে প্রতিবাদে জড়ো হয় প্রবাসীরা।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশগুলোতে আসা প্রবাসীরা ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’ স্লোগানের ওপর গুরুত্ব দিয়ে সংখ্যালঘুদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার আহবান জানান।

রাজধানী বার্লিনের ব্রান্ডেনবুর্গার গেটের সামনে সমাবেশে বক্তৃতা দেন খালিদ নোমান নমি, নজরুল রাসেল, শামান রহমান, জাহিদ কবীর হিমন, সৈয়দ বাবুল, সোহান সিরাজ ও রাব্বী প্রমুখ।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর