করোনায় আক্রান্তের দিক দিয়ে রেকর্ডের পর রেকর্ড করছে জার্মানি। বৃহস্পতিবার দেশটিতে ৬৯ হাজার মানুষ আক্রান্ত হওয়ার পর শুক্রবারে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৫৯ হাজার মানুষ। ভয়াবহ করোনার এমন পরিস্থিতিতে কোভিড নীতিতে কড়াকড়ি এনেছে জার্মান প্রশাসন।
উদ্বেগজনক করোনা পরিস্থিতির লাগাম টানতে জরুরি ভিত্তিতে বৈঠকে অঙ্গরাজ্যগুলোর মিনিস্টার প্রেসিডেন্টদের সাথে বসেছেন দেশটির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল, ভাইস চ্যান্সেলর ওলাফ শলজসহ স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্টরা। বৈঠকে দেশের সকল স্থানে করোনার ত্রিজি নিয়ম অনুসরণের বিষয়ে সর্বস্তরের নাগরিকদের অনুরোধ জানানো হয়। বেঁধে দেয়া নতুন নিয়মের মধ্যে সকল কর্মজীবীসহ গণপরিবহন ব্যবহারকারীদের টিকা গ্রহণের সার্টিফিকেট, করোনা টেস্টের নেগেটিভ সনদ ও করোনা থেকে সেরে ওঠার প্রমাণ দেখাতে হবে।
হঠাৎ করেই আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ সংখ্যার দিনেও টিকা গ্রহণে সবার প্রতি অনুরোধ করেন দেশটির স্বাস্থ্য মন্ত্রী ইয়েন্স স্পাহন। জার্মানি প্রবাসী সোহান সিরাজ, শিক্ষার্থী নূর ই জাহান ও লুৎফুর বারী বলেন, শীত আসার আগে এমন পরিস্থিতিতে পড়তে হবে তা ছিল কল্পনার বাইরে। দুই ডোজ টিকা নেয়ার পরেও স্বস্তিতে নেই কেউই। বছর ঘুরে করোনার আবার ভয়ংকর রূপে দেশটির সাধারণ নাগরিকদের মত প্রবাসী বাংলাদেশিরাও সবাই আতংকিত।
জার্মানির রবার্ট কক ইন্সটিটিউট জানিয়েছে, শুরু থেকেই এ পর্যন্ত সংক্রমিতের সংখ্যা ৫০ লাখ ২৭ হাজার ছাড়িয়েছে। একই সাথে লাখ ছুঁই ছুঁই করছে মৃতের সংখ্যাও। তবে আশার কথা দুই ডোজ টিকা নেয়াদের বুস্টার ডোজ নেয়ার প্রতি যেমন আগ্রহ বেড়েছে তেমনি নিকটস্থ টিকা কেন্দ্রে যাওয়ার ভিড় বেড়েছে নতুন টিকা গ্রহীতাদেরও।
বিডি প্রতিদিন/আবু জাফর