৩০ নভেম্বর, ২০২১ ১১:৩০
জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি

খালেদা জিয়াকে বিদেশ যাবার অনুমতির জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ জানানোর আহ্বান

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

খালেদা জিয়াকে বিদেশ যাবার অনুমতির জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ জানানোর আহ্বান

বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুচিকিৎসার্থে অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে যাবার অনুমতি প্রদানের জন্যে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে স্মারকলিপি দিলো যুক্তরাষ্ট্র বিএনপি। স্মারকলিপিতে সম্পূর্ণ মানবিক কারণে বাংলাদেশের সরকারকে অনুরোধ জানানোর আহ্বান জানানো হয়। 

২৯ নভেম্বর সোমবার অপরাহ্নে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ-সমাবেশ থেকে এ তথ্য জানান যুক্তরাষ্ট্র বিএনপির নেতা গিয়াস আহমেদ। 

হিমেল হাওয়ার মধ্যে অনুষ্ঠিত এই কর্মসূচিতে যুবদল, শ্রমিক দল, জাসাস, ছাত্রদলের নেতা-কর্মীরাও ছিলেন। হাতে ছিল ‘রিলিজ বেগম খালেদা জিয়া ফর ট্রিটমেন্ট এব্রড’ লেখা পোস্টার-ব্যানার। জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গোলাম ফারুক শাহীনের পরিচালনায় শুরুতে বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। নেতৃত্ব দেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা আতিকুর রহমান। 

বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সেক্রেটারি মোস্তফা কামাল পাশা বাবুল, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবরউদ্দিন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, ব্রুকলীন বিএনপির সেক্রেটারি জাহাঙ্গির সোহরাওয়ার্দি, লং আইল্যান্ড বিএনপির সভাপতি মিয়া আলিম পাখী। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন সৈয়দা মাহমুদা শিরিন, নিয়াজ আহমেদ জুয়েল, নূর মোহাম্মদ, শাহ আলম, ইঞ্জিনিয়ার সায়েম, মাজহারুল ইসলাম জনি, শেখ হায়দার আলী, সালেহ আহমেদ মানিক, রিয়াজ মাহমুদ, মাঈনুল ইসলাম মুহিত, গোলাম মাহমুদ, মোহাম্মদ ফয়সল, জাকারিয়া অপু,এম এ মান্নান, হুমায়ূন আহমেদ, খালেদ খান, মোস্তাক আহমেদ, আনোয়ারুল ইসলাম শাহীন, আবুল কালাম, রুহুল আমিন প্রমুখ।  

একইদিন সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে নবান্ন রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র বিএনপি নেতা কাজী আজম এবং আবুল কাশেমের উদ্যোগে অনুষ্ঠিত নাগরিক সমাবেশ থেকেও বেগম খালেদা জিয়ার জীবন রক্ষায় নি:শর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার নিমিত্তে অবিলম্বে বিদেশ প্রেরণের দাবি জানানো হয়েছে। বিএনপি ঘরানার সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী-সমাজকর্মীরা এতে অংশ নেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর