৪ ডিসেম্বর, ২০২১ ১৩:০৬
ফোবানার নতুন চেয়ারম্যান রেহান রেজা

জয়-বাংলা স্লোগানে সমাপ্তি ঘটল তিন দিনব্যাপি অনুষ্ঠানমালার

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

জয়-বাংলা স্লোগানে সমাপ্তি ঘটল তিন দিনব্যাপি অনুষ্ঠানমালার

ফোবানার (ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা) ৩৪ বছরের ইতিহাসে সবচেয়ে দামী মিলনায়তনে তিনদিনের ৩৫তম সম্মেলনের শেষদিন অর্থাৎ ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নতুন কমিটির চেয়ারম্যান হয়েছেন ক্যানসাসের রেহান রেজা। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বলে ফোবানার নির্বাচন কমিশনের প্রধান মাহাবুব রেজা রহিম এ সংবাদদাতাকে ৩ ডিসেম্বর জানিয়েছেন।

সম্পূর্ণ গণতান্ত্রিক রীতি অনুযায়ী শান্তিপূর্ণ পরিবেশে ওয়াশিংটন ডিসি সংলগ্ন ম্যারিল্যান্ড স্টেটে ‘গ্যালোর্ড রিসোর্ট এ্যান্ড কনভেনশন সেন্টার’-এ অনুষ্ঠিত  এ নির্বাচনে জেনারেল সেক্রেটারি পদে জয়ী হন মাসুদ রব চৌধুরী (ক্যালিফোর্নিয়া)। 

উল্লেখ্য, মাসুদ একইপদে পুনরায় নির্বাচিত হলেন। নির্বাচনে ভাইস চেয়ারম্যান হয়েছেন মোহাম্মদ দিলু মাওলা(জর্জিয়া)। জয়েন্ট এক্সিকিউটিভ সেক্রেটারি নাহিদুল কামাল সোহেল (জর্জিয়া)। ট্রেজরার হয়েছেন ড. মুহাম্মদ আলী মানিক (জর্জিয়া)। বিদায়ী চেয়ারম্যান হিসেবে পদাধিকার বলে ফোবানা নির্বাহী কমিটির আউস্ট্যান্ডিং মেম্বার হয়েছেন জাকারিয়া চৌধুরী (নিউইয়র্ক) এবং এই সম্মেলনের হোস্ট কমিটির কনভেনর জি আই রাসেল (ভার্জিনিয়া)। 

নির্বাচনে বিজয়ী ৭ আউস্ট্যান্ডিং মেম্বার হলেন, নুরুল আমিন (ভার্জিনিয়া), আতিকুর রহমান  (ফ্লোরিডা), মোহাম্মদ এম রহমান জহির (ফ্লোরিডা), ড. জয়নুল আবেদীন (ক্যালিফোর্নিয়া), শাহ এম হালিম  (টেক্সাস), বেদারুল ইসলাম বাবলা ((নিউইয়র্ক) এবং মোহাম্মদ এম আরেফিন বাবুল (জর্জিয়া)। নির্বাহী কমিটির সদস্য-সংগঠন হিসেবে বিজয়ী হয়েছে, ইলিনয় স্টেটের বাংলাদেশ এসোসিয়েশন অব শিকাগোল্যান্ড, টেক্সাসের বাংলাদেশ এসোসিয়েশন অব নর্থ টেক্সাস, নিউজার্সির বাংলাদেশ এসোসিয়েশন, ভার্জিনিয়ার ফ্রেন্ডস এ্যান্ড ফ্যামিলি, জর্জিয়ার বাংলাধারা, টেক্সাসের বাংলাদেশ থিয়েটার এবং বাংলা ফাউন্ডেশন, ওয়াশিংটন ডিসির বাংলাদেশ এসোসিয়েশন অব আমেরিকা ইনক, টেক্সাসের বাংলাদেশ আমেরিকান সোসাইটি অব গ্রেটার হিউস্টন, জর্জিয়ার মানচিত্র ফাউন্ডেশন, ভার্জিনিয়ার প্রিয়বাংলা, জর্জিয়ার বাংলাদেশি আমেরিকান এসোসিয়েশন, টেক্সাসের বাংলাদেশি আমেরিকান উইমেন এসোসিয়েশন, ডিসির বাংলাদেশ আমেরিকান এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন, নিউজার্সির শতদল ইনক এবং টেক্সাসের বাংলাদেশ ইয়ুথ এসোসিয়েশন। 

সামনের বছর ৩৬তম ফোবানা সম্মেলন হবে ইলিনয় স্টেটের শিকাগো সিটিতে এবং হোস্ট করবে বাংলাদেশ এসোসিয়েশন অব শিকাগোল্যান্ড। ২০২৩ সালের ফোবানা সম্মেলন হবে টেক্সাসে বাংলাদেশ এসোসিয়েশন অব নর্থ টেক্সাসের আয়োজনে। 

এবারের ফোবানায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম, জর্জিয়া স্টেটের সিনেটর শেখ মোজাহিদুর রহমান এবং বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। উপমহাদেশের খ্যাতনামা শিল্পী সাবিনা ইয়াসমীনসহ প্রখ্যাত শিল্পীরা অংশ নেন। বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানোর মধ্যদিয়ে ‘অদম্য বাংলাদেশ-অবাক বিশ্ব 'স্লোগানে লাল-সবুজের আবহ তৈরী ছিল সম্মেলনের সর্বাঙ্গে। কমিউনিটির এগিয়ে চলার ক্ষেত্রে পাথেয় হয়ে থাকা ‘আই-গ্লোবাল ইউনিভার্সিটি’র চ্যান্সেলর এবং সিইও ইঞ্জিনিয়ার আবুবকর হানিফ এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ফারহানা হানিফসহ বিভিন্ন সেক্টরে খ্যাতনামা প্রবাসীদের সম্মান জানানো হয় বিশেষভাবে। এ তালিকায় ছিলেন নিউইয়র্ক বইমেলার আহবায়ক এবং খ্যাতনামা সমাজকর্মী গোলাম ফারুক ভূইয়া, কবির পাটোয়ারি, পারভিন পাটোয়ারি, ইনারা ইসলাম, ড. ফাইজুল ইসলাম, ফাহাদ সোলায়মান, আব্দুর রৌফ খান দিলিপ। 

সমাপনী বক্তব্যে ফোবানার বিদায়ী চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী করোনা মহামারির সময়ে নিউইয়র্কসহ বিভিন্ন স্থানে এবং বাংলাদেশে ত্রাণ-তৎপরতার ঘটনাবলিতে ফোবানা প্রতিষ্ঠার পরিপূরক ভূমিকা সকলে প্রত্যক্ষ করেছেন বলে উল্লেখ করেন। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি এবং মুজিববর্ষ উপলক্ষে এই সম্মেলনের বিভিন্ন কর্মকাণ্ডে ফোবানার চেতনা ধ্বনিত হয়েছে-যা প্রবাস প্রজন্মকে বাঙালি সংস্কৃতি সম্পর্কে ধারণা পেতে সহায়ক হয়েছে। সামনের দিনগুলোতে সাংগঠনিক শৃঙ্খলা অটুট রেখে ফোবানার কার্যক্রমে বাঙালি চেতনা লালনের অনুরোধ জানান জাকারিয়া। একইসাথে ফোবানা প্রতিষ্ঠার সংকল্পের পরিপূরক মেজাজে এবারের অনুষ্ঠানমালা সাজানোর জন্যে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন হোস্ট কমিটির সদস্য-সচিব শিব্বির আহমেদ-সহ কর্মকর্তাগণকে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর