অস্ট্রেলিয়ায় অর্ধ মিলিয়নেরও বেশি মুসলমান বাস করছেন। অস্ট্রেলিয়ার সিডনিতে এবারেও দুই দিনে রোজা শুরু হয়েছে। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের ঘোষণা অনুযায়ী প্রবাসীরা আজ শনিবার থেকে রোজা রাখা শুরু করেছেন। অন্যদিকে মুন সাইটিং অস্ট্রেলিয়া চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল রবিবার থেকে রোজা শুরু করবেন।
রাতে সিডনির বিভিন্ন মসজিদ, মাসালাহ, কমিউনিটি ও কনভেনশন সেন্টারে পবিত্র তারাবীহ’র নামাজ অনুষ্ঠিত হয়েছে। তারাবীগ’র নামাজে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
এদিকে, রমজান উপলক্ষে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে মুসলিম অধ্যুষিত সিডনির লাকেম্বা সাবার্বে। পুরো মাস জুড়ে হ্যাল্ডন স্ট্রিটের ফুটপাতে বিকেল থেকে বসেছে 'ফুড মার্কেট'। পাশাপাশি রেলওয়ে প্যারেডে ইফতারির নানা পসরা নিয়ে বসেছে বাংলাদেশি ব্যবসায়ীরা।
রমজান উপলক্ষে এরই মধ্যে শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও বিরোধী দলীয় নেতাসহ অন্যান্য রাজনৈতিক নেতারা। প্রধানমন্ত্রী বলেন, "এই পবিত্র মাসে, সারা বিশ্বের মুসলমানরা তাদের বিশ্বাসের মূল বিষয়গুলোর কাছে ফিরে যাবে এবং সেখানে তারা নব শক্তির সন্ধান করবে। শৃঙ্খলার ক্ষেত্রে আপনি পাবেন দয়া, উপবাসে পাবেন উদারতা।"
বিডি প্রতিদিন/হিমেল