বঙ্গবন্ধু পরিষদ সিডনি অস্ট্রেলিয়ায় উদ্যোগে সম্প্রতি সিডনির একটি ফাংশন সেন্টারে বৈশাখী মেলা উদযাপন উপলক্ষে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ড. মাসুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. রতন কুণ্ডু।
সিডনির টেম্পি পার্ক বৈশাখী মেলার রূপকার, বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সহ সভাপতি, বঙ্গবন্ধু পরিষদ সিডনি অস্ট্রেলিয়ায় সাধারণ সম্পাদক ও বৈশাখী মেলার মূল সমন্বয়ক গাউসুল আজম শাহজাদা এই মতবিনিময় সভায় আগামী মেলার বিস্তারিত তুলে ধরেন। করোনা মহামারীর কারণে পরপর দুই বছর মেলা স্থগিত তাকায় এবারের মেলায় অনেক বেশি দর্শক সমাগম হবে বিধায় তিনি ব্যাঙ্কসটাউন প্যাচওয়ের মতো বিশাল ভেনু নির্বাচন করেছেন বলেও জানান। গাউসুল আলম শাহজাদা অতীত অভিজ্ঞতার আলোকে এবারের মেলাকে ত্রুটিমুক্ত ও আরও উপভোগ্য করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
গাউসুল আলম শাহজাদা উপস্থিত সাংবাদিক ও আগত অতিথিদের সব প্রশ্নের জবাব দেয়ার পাশাপাশি তাদের গঠনমূলক পরামর্শ গ্রহণ করেন। এই মতবিনিময় অনুষ্ঠানে মিডিয়া ব্যক্তিবর্গ, সংগঠন প্রধানগন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সবশেষে ড. মাসুদুল হক মেলাটি সার্থক করার জন্য আগত সবার সহযোগিতা কামনা করে ও আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন